
. আপনার Cudy Mesh Wi-Fi Router-এ লাইটের রঙ দেখে কি কখনও চিন্তায় পড়েছেন? আজকে আমরা আলোচনা করব—এই LED ভিন্ন ভিন্ন কালার এর মাধ্যমে আসলে কী বোঝায় এবং কীভাবে এগুলো দেখে সহজেই রাউটার এর স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
ছবিতে দেখানো কালো রং এর Primary Mesh রাউটারটি মেইন রাউটার হিসেবে কাজ করেছে এবং সাদা রং এর Satelite Mesh রাউটারটি সেকেন্ডারী Mesh রাউটার উদাহরন স্বরূপ দেখানো হয়েছে।
Primary রাউটার টি ইন্টারনেটের মূল সংযোগের সাথে যুক্ত থাকে, আর Satellite রাউটারটি বাসা বা অফিসের নেটওয়ার্কের কভারেজ বাড়াতে সহযোগ হিসেবে কাজ করে।
Primary Router:
LED OFF → রাউটারে পাওয়ার সংযোগ নেই।
Flashing Red → রাউটারটি ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য কার্যক্রম এর জন্য রেডি হচ্ছে।
Red → ইন্টারনেট সংযোগ নেই।
White Flash → মূল রাউটারটি, সেকেন্ডারি রাউটারের সাথে মেশ নেটওয়ার্ক গঠন করছে।
White → রাউটার টি ইন্টারনেটের সাথে সযুক্ত আছে।
Satellite Router:
LED OFF → রাউটারে পাওয়ার সংযোগ নেই।
Flashing Red → রাউটারটি ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য কার্যক্রম এর জন্য রেডি হচ্ছে।
Red → ইন্টারনেট এবং মূল রাউটারের সাথে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
White Flash → মূল রাউটার থেকে সেকেন্ডারী রাউটার বেশি দূরবর্তী স্থানে অবস্থান করছে ফলে সেকেন্ডারী রাউটার যথাযথ ওয়াই-ফাই সিগন্যাল পাচ্ছে না। সে ক্ষেত্রে সেকেন্ডারী রাউটারটি কে মূল রাউটার এর আরো নিকটবর্তী স্থানে রাখতে হবে।
White → সেকেন্ডারী রাউটার টি ইন্টারনেট এবং মূল রাউটারের সফলভাবে সাথে সযুক্ত আছে।
টিপস এবং সলিউশন (Problem Solving):
লাল লাইট মানে চিন্তিত হবার কিছু নেই। সাধারণত এটা ইন্টারনেট, বা সংযোগ সমস্যার ইঙ্গিত দেয়। তার মানে আপনাকে ইন্টারনেট ক্যাবল, মেশ নেটওয়ার্ক চেক করতে হবে বা প্রয়োজনে রাউটার রিস্টার্ট করতে হবে।
সাদা লাইটটি স্থির ভাবে জ্বললে বুঝবেন সব ঠিক আছে।
তারবিহীন Mesh সিস্টেম সঠিক সংযুক্তির জন্য মূল রাউটার থেকে সেকেন্ডারী রাউটারটি সঠিক দূরত্বে রাখুন।
তাহলে এখন আপনারা খুব সহজেই Cudy Mesh Router যদি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা এখন থেকে LED দেখে সহজেই বুঝতে পারবেন।