
নেট চলছে ধীরে? বাসার কিছু জায়গায় সিগন্যালই নেই? আসলে সমস্যা লুকিয়ে থাকতে পারে রাউটার বা মেশ রাউটার কোথায় বসানো হয়েছে, সেখানে!
রাউটার সঠিক জায়গায় না রাখলে ভালো কানেকশন আশা করা বৃথা। বিশেষজ্ঞরা বলেন, রাউটার এমন স্থানে রাখুন যেখান থেকে পুরো বাসায় সমানভাবে সিগন্যাল ছড়াতে পারে। টেবিলের নিচে, আলমারির ভেতর, দেয়ালের গায়ে বা বড় ইলেকট্রনিক জিনিসের পাশে রাখবেন না—সব সিগন্যাল শত্রু! মৃত সিগন্যাল জোনে এক্সটেন্ডার বসিয়েও লাভ নেই, কারণ সেখানেও সিগন্যাল পৌঁছাবে না।
সিগন্যাল ঠিকঠাক আছে কিনা জানতে ঘরজুড়ে স্পিড টেস্ট করুন, মেশ রাউটারের অ্যাপে নোড চেক করুন, দরকার হলে এক্সটেন্ডার সরিয়ে নতুন জায়গায় বসান।
সবচেয়ে বড় কথা—রাউটার যত ভালোই হোক, স্পিড নির্ভর করবে আপনার ইন্টারনেট প্ল্যানের উপর। ধীরগতির প্ল্যান থাকলে দ্রুততর প্ল্যানে আপগ্রেড করুন। আইএসপি যদি রাউটার দিয়ে থাকে তবে সেটা শুধু কেবল মেশ রাউটারের সাথে কানেক্ট রাখুন, তার ওয়াই-ফাই বন্ধ করুন। পুরো বাসায় ওয়াই-ফাই ছড়ানোর কাজটা মেশ রাউটার করবে। ফার্মওয়্যার আপডেট আর চ্যানেল সেটিংসও চেক করতে ভুলবেন না।
ঠিকঠাক বসালে পুরো বাসা পাবে নিরবিছিন্ন ইন্টারনেট! না হলে দামি রাউটার কেবল ডেস্কেই সাজিয়ে রাখা হবে।