. MAC Filter কী?

MAC Filter হলো এমন একটি নিরাপত্তা ফিচার যা দিয়ে আপনি আপনার Wi-Fi নেটওয়ার্কে কোন ডিভাইস ঢুকতে পারবে বা পারবে না, সেটি নির্ধারণ করতে পারেন। প্রতিটি ডিভাইসের একটি ইউনিক MAC Address থাকে—এটি ব্যবহার করেই রাউটার ডিভাইস চেনার কাজ করে।


সেটআপ এর ধাপগুলোঃ

1️⃣ প্রথমে আপনার রাউটারে লগইন করুন

- ব্রাউজার খুলে লিখুন:

- http://cudy.net অথবা http://192.168.10.1

- আপনার Username ও Password দিয়ে লগইন করুন।


2️⃣ MAC Filter মেনুতে যান

- মেনু থেকে যান Advanced Settings → Security → MAC Filter

.


3️⃣ ডিভাইস ব্লক করা

- অপশন থেকে Allow all except listed বেছে নিন।

- অনলাইন ডিভাইসের তালিকা থেকে ব্লক করতে চান এমন ডিভাইস সিলেক্ট করুন।

- যদি তালিকায় না থাকে: System Status → Devices এ যান → MAC Address কপি করুন → MAC Filter → Custom-এ গিয়ে পেস্ট করুন। - শেষে Save & Apply চাপুন।


4️⃣ শুধু অনুমোদিত ডিভাইসকে প্রবেশের অনুমতি দেওয়া

- Allow listed only সিলেক্ট করুন।

- যেসব ডিভাইস নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, সেগুলো তালিকায় যুক্ত করুন। - Save & Apply করুন।


5️⃣ দ্রুত ডিভাইস ব্লক/আনব্লক করার সহজ উপায়

- System Status → Devices-এ গিয়ে ইন্টারনেট আইকনে ক্লিক করলেই নির্দিষ্ট ডিভাইসের ইন্টারনেট চালু বা বন্ধ করতে পারবেন।


(উদাহরণ: ‘OPPO-Reno5-5G’ ডিভাইসের ইন্টারনেট বন্ধ করতে চাইলে, শুধু আইকনে ট্যাপ করলেই হবে।)


6️⃣ সময় নির্ধারণ করে ইন্টারনেট নিয়ন্ত্রণ

MAC Filter দিয়ে নির্দিষ্ট ডিভাইসের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সময় সীমাবদ্ধ করা যায়।


(যেমন: ‘Computer’ নামের ডিভাইস শুধু সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে—এভাবে টাইম সিডিউল সেট করা সম্ভব।)