Your Cart

. Starlink হলো এক ধরণের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যা বিশ্বের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে দূরবর্তী লোকেশন—যেখানে সাধারণ ইন্টারনেট পৌঁছাতে পারে না—সেখানেও হাই-স্পিড ও লো-ল্যাটেন্সি ব্রডব্যান্ড কানেকশন দেয়।
অন্য স্যাটেলাইট ইন্টারনেটের সীমাবদ্ধতা যেখানে অনলাইন গেম, ভিডিও কল বা এইচডি স্ট্রিমিংকে প্রায় অসম্ভব করে তোলে, সেখানে Starlink সেই অসম্ভবকে সহজ করে দিয়েছে।
যেখানে ইন্টারনেট পাওয়া কল্পনার মতো কঠিন, Starlink সেখানে হয়ে উঠেছে নির্ভরযোগ্য সমাধান। শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা জরুরি সময়ে যোগাযোগ—সব ক্ষেত্রেই এটি এখন মানুষের ভরসার নাম।